
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবের মদিনায় ভারতীয় ওমরাহযাত্রীদের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
মোদি জানান, মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, রিয়াদে ভারতের দূতাবাস এবং জেদ্দার কনস্যুলেট দুর্ঘটনার পরপরই প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে।
এর আগে জানা যায়, মদিনা ও বাদরের মধ্যবর্তী মুফরাহথ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্যাংকার লরির মুখোমুখি সংঘর্ষে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। কর্মকর্তারা জানান, যাত্রীরা বেশিরভাগই হায়দরাবাদের বাসিন্দা এবং দুর্ঘটনার সময় অনেকে ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে হতাহতের সংখ্যা আরও বাড়ে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও দুর্ঘটনায় শোক প্রকাশ করে এক বার্তায় জানান, রিয়াদে ভারতের দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় কাজ করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :