শ্যামনগর পৌরসভা ৮নং ওয়ার্ডে যুববিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারি ১০, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
শ্যামনগর পৌরসভা ৮নং ওয়ার্ডে যুববিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:

 

শ্যামনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামের যুববিভাগের দায়িত্বশীল অনুষ্ঠান ১০ জানুয়ারি ২০২৬ শনিবার খ্যাগড়াদানা নূরানী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আবদুর রহমান। তিনি বলেন, “যুবসমাজ আমাদের ভবিষ্যৎ। যুববিভাগের কার্যক্রম তরুণদের নৈতিক ও সামাজিক মানসিকতা গড়ে তুলবে এবং তাদেরকে দায়িত্বশীল নেতৃত্বের জন্য প্রস্তুত করবে। সমাজ ও দেশের উন্নয়নে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুববিভাগের সভাপতি অধ্যক্ষ সাইদি হাসান বুলবুল এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ ইমাম হাসান। অনুষ্ঠানটিতে দলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

বক্তৃবৃন্দ বলেন, যুববিভাগের কার্যক্রম স্থানীয় সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি তরুণদের নেতৃত্ব ও দায়িত্ববোধ বাড়াবে। অনুষ্ঠান চলাকালীন যুববিভাগের বিভিন্ন কার্যক্রম, পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।

 

পরিশেষে, অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সমন্বিত পরিবেশে সম্পন্ন হয়, যেখানে স্থানীয় যুবসমাজের মধ্যে যুববিভাগের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা এবং উৎসাহ বৃদ্ধি পেয়েছে।