শ্যামনগরে ইসলামী আন্দোলনের মহিলা তালিম, তরবিয়াত ও ইসলাহী মজলিস অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ণ
শ্যামনগরে ইসলামী আন্দোলনের মহিলা তালিম, তরবিয়াত ও ইসলাহী মজলিস অনুষ্ঠিত

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার উদ্যোগে মহিলা তালিম, তরবিয়াত ও ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ই অক্টোবর, রবিবার সকাল ১০টায় শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদ্রাসার কনফারেন্স রুমে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও জননেতা আলহাজ্ব এস. এম. মোস্তফা আল মামুন মনির (হাজী মনির)।

অনুষ্ঠানে নসিহত পেশ করেন দেশবরেণ্য মুফাসসিরে কুরআন, বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও ঢাকা বাইতুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী। এছাড়াও বয়ান পেশ করেন আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক (রহ.)-এর সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুহাদ্দিস খায়রুল বাশার।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম।

মহিলা মজলিসে শত শত মহিলা অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ দাওয়াতি ও ইসলাহী বয়ান শ্রবণ করেন। অন্যদিকে, মহিলাদের সঙ্গে আগত মাহরাম পুরুষেরা কেন্দ্রীয় মাদ্রাসার মসজিদে অবস্থান করে সেখান থেকেই মাইকের মাধ্যমে বয়ান শুনেন।

অনুষ্ঠানে আগত অতিথি ও বক্তাগণ ইসলামী জীবন গঠনে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ও তাযকিয়ার গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন।