শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর বাজারে গাজী নজরুল ইসলামের গণসংযোগ


প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর বাজারে গাজী নজরুল ইসলামের গণসংযোগ

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা :

 

শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে এক ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ বিকেলে আয়োজিত এ গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাজার এলাকার ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে দলীয় অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

 

গণসংযোগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুরুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মাস্টার জিন্নাত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল জলিল, এবং উপজেলা নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন আহমেদ।

 

গণসংযোগকালে গাজী নজরুল ইসলাম স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও সংক্ষিপ্ত বক্তব্যে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে রাজনীতি করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছানোই গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রধান শক্তি।

 

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি প্রাণবন্ত হয়ে ওঠে।