মসজিদভিত্তিক মক্তব শিক্ষার প্রসার, মুসলিম ঐতিহ্যের পুনর্জাগরণ


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ণ
মসজিদভিত্তিক মক্তব শিক্ষার প্রসার, মুসলিম ঐতিহ্যের পুনর্জাগরণ

এবিএম কাইয়ুম রাজ, নিজস্ব প্রতিবেদক :

 

মক্তব শিক্ষা ব্যবস্থা মুসলিম সমাজের প্রাচীন ও গৌরবময় ঐতিহ্যের একটি অংশ। একসময় গ্রামবাংলার প্রায় প্রতিটি মসজিদেই শিশুদের প্রাথমিক কুরআন শিক্ষা ও ইসলামী জ্ঞানের প্রথম পাঠ শুরু হতো মক্তব থেকেই। কিন্তু সময়ের পরিবর্তনে এ ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল।

 

এ পরিস্থিতিতে শ্যামনগর উপজেলার বিভিন্ন মসজিদে উৎসর্গ সোসাইটি কুরআন শিক্ষা মক্তব কার্যক্রম চালু করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে উপজেলায় ১২টি মসজিদে নিয়মিতভাবে শিশুদের কুরআন শিক্ষা, নামাজ শিক্ষা ও মৌলিক ইসলামী শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার কার্যক্রম চলছে।

 

উৎসর্গ সোসাইটির এ উদ্যোগ দেখে উপজেলার বিভিন্ন মসজিদ কমিটি, ইমাম সাহেব এবং স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রাণিত হয়ে নিজ উদ্যোগে মক্তব শিক্ষা চালু করতে এগিয়ে আসছেন। এর ফলে এলাকায় ইসলামি শিক্ষা প্রসারিত হওয়ার পাশাপাশি প্রাচীন মুসলিম ঐতিহ্য আবারও ফিরছে।

 

শিক্ষাবিদ ও স্থানীয় সচেতন মহল মনে করেন, শিশু-কিশোরদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধ গঠনে মসজিদভিত্তিক মক্তব শিক্ষার বিকল্প নেই। তাই প্রতিটি মসজিদে এ ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। সবার সম্মিলিত প্রচেষ্টায় শ্যামনগরের মসজিদভিত্তিক মক্তব শিক্ষা আবারও সমাজের মূলভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।