ফয়সাল আহম্মেদ, বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় জনপদ বুড়িগোয়ালিনীতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট। উক্ত আয়োজনে অংশ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণ ও তরুণ সমাজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন।
বৃহস্পতিবার (১০ই এপ্রিল) রাতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত চারদলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করে বুড়িগোয়ালিনী জুনিয়র টাইগার্স ক্লাব। এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসের সহকারী কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. হারুনুর রশিদ। এছাড়াও জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা হারুনুর রশিদ এবং খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মাওলানা আবদুর রহমান।
ছাড়াও জামায়াত নেতৃবৃন্দ উপকূলীয় প্রেসক্লাব পরিদর্শন করেন। শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন আমির মাওলানা মো. হারুনুর রশিদসহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপকূলীয় প্রেসক্লাব ঘুরে দেখেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তাদের এ উপস্থিতি ক্লাবকে ধন্য করেছে বলে প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়। ক্লাবের পক্ষ থেকে অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন ও সফর উপকূলীয় অঞ্চলের সামাজিক সম্প্রীতি ও নেতৃত্বের ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে মতপ্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :