শ্যামনগর গাবুরায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি


প্রকাশের সময় : জানুয়ারি ১০, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
শ্যামনগর গাবুরায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি থেকে চাঁদনীমুখা সড়কের গাইনবাড়ী মসজিদ সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ ব্রিজ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

 

শনিবার (১০ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে ব্রিজটির বেহাল দশা দেখা যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন এই ব্রিজ দিয়ে অসংখ্য যানবাহন চলাচলের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যাতায়াত করে থাকেন। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটির কাঠামো দুর্বল হয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচলের সময় ব্রিজটি কেঁপে ওঠায় ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

 

এ বিষয়ে গাবুরা গাইনবাড়ী ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান বলেন, ব্রিজটি এলাকার যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

এলাকাবাসী জানান, এই ব্রিজ দিয়ে গাবুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ আশপাশের এলাকার মানুষ নিয়মিত যাতায়াত করে। ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে জনজীবন ও সম্পদের মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বড় দুর্ঘটনার আগেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

 

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, জরুরি পদক্ষেপ না নিলে যে কোনো সময় অপূরণীয় ক্ষতি ঘটতে পারে।