
বুড়িগোয়ালিনী ইউনিয়ন প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গরুর মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় মাংস ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নির্ধারণ করছেন।
শনিবার (১০ জানুয়ারি) ভোর ৬টায় ডুমুরিয়া সাপ্তাহিক বাজারে সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস (হাড়সহ) ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা পাশের ইউনিয়ন ও উপজেলার বাজারগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো গরুর মাংস কেনা থেকে পিছিয়ে পড়ছে। অনেকের মতে, মাসে একবারও গরুর মাংস কেনা এখন কষ্টসাধ্য হয়ে উঠেছে।
বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, আগে যে দামে মাংস কেনা যেত, এখন তার চেয়ে অনেক বেশি দিতে হচ্ছে। তদারকির অভাবে ব্যবসায়ীরা নিজেরাই দাম নির্ধারণ করছেন। তাদের দাবি, নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বাধ্যতামূলক মূল্যতালিকা প্রদর্শন করা হলে বাজার স্থিতিশীল রাখা সম্ভব।
এদিকে মাংস ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, বাজারে গবাদিপশুর সরবরাহ কম থাকায় গরুর দাম বেড়েছে। এ কারণে মাংসের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তার দাবি, প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।
সচেতন মহলের মতে, প্রশাসনের নিয়মিত তদারকি ও নির্ধারিত মূল্যতালিকা ঝুলিয়ে রাখার ব্যবস্থা নিশ্চিত করা গেলে অতিরিক্ত দাম আদায় রোধ করা সম্ভব। এ বিষয়ে দ্রুত বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :