
গাজী নুরুল আমিন, কৈখালী শ্যামনগর:
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে কৈখালী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সার্বিক খোঁজখবর নেন এবং পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন দলের নেতৃবৃন্দ।
এ সময় পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আয়োজকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অতিথিরা। উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন তারা।
পূজা মণ্ডপ পরিদর্শনে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আমীর উপজেলা চেয়ারম্যান প্রার্থ মাওলানা আব্দুর রহমান, উপজেলা জয়েন্ট সেক্রেটারি ও ওলামা বিভাগের সভাপতি আলহাজ মাওলানা আমিনুর রহমান, উপজেলা শূরা সদস্য ও যুব বিভাগের সেক্রেটারি ডা. শেখ ইমাম হাসান, কৈখালী ইউনিয়ন আমীর মো. রাশিদুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন আমীর মাস্টার গাজী নজরুল ইসলাম, কৈখালী ইউনিয়ন সেক্রেটারি মো. মাকসুদুর রহমান আলম, যুব বিভাগের আবু মুসা, মিডিয়া বিভাগের গাজী নুরুল আমিন, এবিএম কাইয়ুম রাজ, মিকাইল হোসেন ও হাফেজ বেলাল হোসাইনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
পরিদর্শনকালে প্রধান অতিথি উপজেলা সংগঠনের পক্ষ থেকে প্রতিটি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এ উদ্যোগকে আন্তঃধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বলে অভিহিত করেন এবং আয়োজকদের পক্ষ থেকে জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :