
হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম পবিত্র ওমরা পালন ও কাবাঘর জিয়ারতের উদ্দেশ্যে আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে তার বাসা থেকে বের হন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিনী।
ওমরা পালন উপলক্ষে তিনি সৌদি আরবের মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারায় অবস্থান করবেন বলে জানা গেছে। সেখানে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করবেন।
রওনা হওয়ার আগে গাজী নজরুল ইসলাম শ্যামনগরবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি সুস্থভাবে পবিত্র সফর সম্পন্ন করে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এদিকে তার ওমরা যাত্রা উপলক্ষে সাতক্ষীরা-৪ আসনের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ গাজী নজরুল ইসলামের সুস্থতা, দীর্ঘায়ু এবং সফরের পূর্ণ সফলতা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :