
কালিগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পশ্চিম আদর্শ থানা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার ১১ জানুয়ারি ২০২৬ তারিখে কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সম্পন্ন হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ পশ্চিম আদর্শ থানা শাখার সেক্রেটারি সাদ বিন জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নতুন কার্যালয় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন। তিনি বলেন, শিক্ষাঙ্গনে আদর্শবান, সৎ ও দেশপ্রেমিক শিক্ষার্থী গড়ে তুলতে ছাত্রশিবির নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ এবং জেলা দাওয়াহ সম্পাদক হাফেজ সোহরাব হোসেন। তারা শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ছাত্রশিবিরের ভূমিকা আরও সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :