আদর্শবান ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ার আহ্বান -কৈখালীতে জামায়াতের দায়িত্বশীল বৈঠক


প্রকাশের সময় : জানুয়ারি ৯, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
আদর্শবান ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ার আহ্বান -কৈখালীতে জামায়াতের দায়িত্বশীল বৈঠক

এবিএম কাইয়ুম রাজ:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৈখালী ইউনিয়ন শাখার উদ্যোগে একটি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ তারিখে কৈখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ বৈঠক আয়োজন করা হয়।

 

বৈঠকে সভাপতিত্ব করেন কৈখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মৌলবি রাশিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান।

 

বৈঠকে ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্বশীলদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও আদর্শিক দৃঢ়তা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুর রহমান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আদর্শবান ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি তৃণমূল পর্যায়ে ইসলামী মূল্যবোধ পৌঁছে দিতে এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আমিনুর রহমান সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত বৈঠক আয়োজন এবং পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মতান্ত্রিক ও সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন সম্ভব।

 

বৈঠক শেষে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সকল দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।