সুন্দরবনের জেলে-বাওয়ালদের নিরাপত্তা ও হরিণ শিকার নির্মূলের দাবিতে শ্যামনগরে জনতাবন্ধন


প্রকাশের সময় : জানুয়ারি ১১, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
সুন্দরবনের জেলে-বাওয়ালদের নিরাপত্তা ও হরিণ শিকার নির্মূলের দাবিতে শ্যামনগরে জনতাবন্ধন

শ্যামনগর, ব্যুরো:

 

সুন্দরবনের জেলে ও বাওয়ালদের নিরাপদ ও টেকসই জীবিকা নিশ্চিত করা এবং হরিণ শিকার সম্পূর্ণ নির্মূলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে জেলে, বাওয়াল ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনতাবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১১ জানুয়ারি) সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমানের সঞ্চালনায় এবং সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বনজীবী মালতি রানি, ওয়াজেদ আলী, সিডিও ইয়ুথ টিমের সদস্য শাহারিয়ার হোসেন, সিনিয়র সদস্য মো. শাহিন হোসেন, সদস্য নাজমুল হোসেনসহ আরও অনেকে।

 

বক্তারা বলেন, সুন্দরবনের জেলে ও বাওয়ালরা জীবনের ঝুঁকি নিয়ে বননির্ভর পেশায় যুক্ত থাকলেও নিরাপত্তা, বিকল্প কর্মসংস্থান ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। দস্যুতা, বন্যপ্রাণীর আক্রমণ ও প্রাকৃতিক ঝুঁকির মধ্যেও তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ অপরিকল্পিত দমন-পীড়ন ও হয়রানির ফলে প্রকৃত জেলে-বাওয়ালরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সেই সুযোগে হরিণ শিকারিরা গোপনে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

 

মানববন্ধনে আরও বলা হয়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় হরিণ শিকার নির্মূল করা জরুরি। এজন্য প্রকৃত জেলে-বাওয়ালদের আলাদা করে চিহ্নিত করা, নিরাপদ পাস-পরমিট ব্যবস্থা চালু করা এবং বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি প্রয়োজন।

 

কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করতে জেলে-বাওয়ালদের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং হরিণ শিকারিদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে।

 

শান্তিপূর্ণভাবে জনতাবন্ধন শেষে অংশগ্রহণকারীরা সুন্দরবন রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।