নরসিংদী জেলা পুলিশের অভিযানে ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরাসহ গ্রেফতার ০১


প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
নরসিংদী জেলা পুলিশের অভিযানে ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরাসহ গ্রেফতার ০১

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার

ঘটনার বিবরণ: মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ২২.৩০ ঘটিকায় বেলাব থানার অফিসার ইনচার্জ সংগীয় এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ এনায়েত করিম ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বেলাব থানাধীন দড়িকান্দি সাকিনস্থ দড়িকান্দি বাসষ্ট্যান্ড হতে অনুমান ৫০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে ঢাকা-সিলেট মহাড়সকে ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর হতে ভারতীয় ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরাসহ ০১ জনকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ মোস্তাক আহম্মেদ (৩৩) পিতা-মোঃ আলম মিয়া, মাতা-রিনা বেগম, সাং-কামদিয়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্দা।

 

জব্দকৃত আলামত: (ক) সোনালী-লাল মিশ্র রংয়ের প্লাস্টিকের তৈরী ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরা, (খ) একটি হলুদ-নীল রংয়ের ০৭ টন বিশিষ্ট ট্রাক, (গ) প্লাস্টিকের তৈরী ১০৫ (একশত পাঁচ) বস্তা ধান, (ঘ) ৫০ (পঞ্চাশ) টি পাটের বস্তার মধ্যে ধানের তুষ।

 

গৃহীত ব্যবস্থা: এ সংক্রান্তে বেলাব থানার নিয়মিত মামলা রুজু করা হয়েছে।