আফগান মন্ত্রীর ঠিক সামনে নারীদের বসালেন ভারতীয় পুরুষ সাংবাদিকরা


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
আফগান মন্ত্রীর ঠিক সামনে নারীদের বসালেন ভারতীয় পুরুষ সাংবাদিকরা

দেশ জনতা ডেক্স :

 

ভারত সফরে এসে নারী সাংবাদিকদের বাদ দিয়ে সংবাদ সম্মেলন করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। নয়াদিল্লিতে আফগান দূতাবাসে গত সপ্তাহে অনুষ্ঠিত সেই সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি।

 

 

বিষয়টি প্রকাশ্যে আসতেই ভারতের গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচনার মুখে পরে আফগান দূতাবাস রবিবার আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করে, যেখানে আমন্ত্রণ জানানো হয় নারী সাংবাদিকদেরও।

 

 

 

দ্বিতীয় সম্মেলনে এক অনন্য দৃশ্য দেখা যায়, পুরুষ সাংবাদিকরা স্বেচ্ছায় নারী সাংবাদিকদের সামনের সারিতে বসার সুযোগ করে দেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সেই সময় নারী সাংবাদিকরা আফগান মন্ত্রীকে নানা প্রশ্নে একের পর এক কোণঠাসা করে ফেলেন।

 

 

ভারতীয় সাংবাদিক স্মিতা শর্মা সরাসরি প্রশ্ন তোলেন, আপনার দেশে কেন নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে? কবে তাদের স্কুলে ফিরতে দেওয়া হবে?

 

 

প্রেস ক্লাব অব ইন্ডিয়া ও আরও কয়েকটি সাংবাদিক সংগঠন প্রথম সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে। ভারত সরকারের পক্ষ থেকেও জানানো হয়, ওই আয়োজনের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না।

 

 

এদিকে, সমালোচনার জবাবে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দাবি করেন, বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। তিনি বলেন, সংবাদ সম্মেলনটি হঠাৎ আয়োজন করা হয়, আর সাংবাদিকদের একটি ছোট তালিকা থেকেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল। এটি কেবল একটি টেকনিক্যাল ত্রুটি, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

 

 

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর কূটনৈতিক প্রতিবেদক সুহাসিনী হায়দার বলেন, ভারত সরকার যে সরকারকে স্বীকৃতি দেয় না, তাদের প্রতিনিধি এসে নারীহীন সংবাদ সম্মেলন করবে-এটি অত্যন্ত অস্বাভাবিক একটি ঘটনা।