
ফয়সাল আহাম্মেদ ,বুড়িগোয়ালিনী ,শ্যামনগর:
শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার ৪ জানুয়ারী সন্ধ্যায় নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে সাতক্ষীরা ৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী নজরুল ইসলাম অফিস উদ্বোধন করেন। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, এই কার্যালয় এলাকার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণের কল্যাণে দলীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় বক্তারা নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :