শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রশিবিরের কমিটি গঠন।


প্রকাশের সময় : জানুয়ারি ২, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রশিবিরের কমিটি গঠন।

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিনিধি:

শ্যামনগর সরকারী মহসিন কলেজ ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় উপজেলা শিবির অফিসে অনুষ্ঠিত এ কমিটি গঠন কার্যক্রমে সভাপতি নির্বাচিত হন আসাদুল্লাহ সাইফী এবং সেক্রেটারি মনোনীত হন আবু রায়হান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জোবায়ের হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর পৌর শাখার সভাপতি মো. ইয়াসিন, শ্যামনগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আমিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী উল্লাহ, সাবেক সেক্রেটারি আল শাহরিয়ার রোকনসহ কলেজ শাখার কর্মী ও সাথীরা।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের আদর্শিক দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষাঙ্গনে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান এবং নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন।