
দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর বার্সেলোনা অবশেষে ফিরছে নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে। পুনর্নির্মাণকাজ শেষ হওয়ায় আগামী ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়েই নতুন স্টেডিয়ামে নামবে কাতালান ক্লাব। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।
২০২২–২৩ মৌসুম শেষে ক্যাম্প ন্যু সংস্কারের জন্য বন্ধ হয়ে গেলে বার্সাকে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে খেলতে হয়। ১.৫ বিলিয়ন ইউরোর বিশাল প্রকল্পটি নানা জটিলতার কারণে এক বছর পিছিয়ে শেষ হয়।
প্রথম ধাপে ৪৫ হাজার ৪০১ দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাবে। ধীরে ধীরে ধারণক্ষমতা বাড়িয়ে এক লাখ পাঁচ হাজারে নেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি মাসের শুরুতে পরীক্ষামূলকভাবে স্টেডিয়াম খুললে ওপেন ট্রেনিং দেখতে হাজির হয়েছিল ২৩ হাজার দর্শক।
ক্লাবটি আশা করছে, ৯ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটিও ক্যাম্প ন্যুতে আয়োজনের অনুমতি দেবে উয়েফা। মৌসুমের শুরুর দুই ম্যাচ নিরাপত্তাজনিত কারণে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে খেলতে হয়েছিল বার্সেলোনাকে।
১৯৫৭ সালে নির্মিত পুরনো ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা ছিল প্রায় ৯৯ হাজার। নতুন সংস্করণে ছাদ যুক্ত করা হবে। প্রকল্প অনুযায়ী এটি সম্পন্ন হওয়ার কথা ২০২৭ সালের গ্রীষ্মে, যদিও কাজ এখনো পরিকল্পনার তুলনায় এক বছর পিছিয়ে আছে।
আপনার মতামত লিখুন :