সাতক্ষীরায় ছাত্রশিবিরের আয়োজনে শহীদ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের আয়োজনে শহীদ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ জুলাই স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দেবহাটা উপজেলার খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়।

ফাইনালে মুখোমুখি হয় কালিগঞ্জ ফুটবল একাদশ ও পাটকেলঘাটা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হওয়ায় ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। এতে পাটকেলঘাটা একাদশ কালিগঞ্জ একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ এমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা সাহিত্য সম্পাদক জাহিদ হাসান রানা, জেলা ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ, পাটকেলঘাটা থানা সেক্রেটারি ওমর ফারুক, কালিগঞ্জ থানা সেক্রেটারি আবু ঈসা সহ জেলা ও উপজেলার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তব্যে অতিথিরা বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীরা শারীরিকভাবে সবল, মানসিকভাবে দৃঢ় ও আদর্শিকভাবে সুসংহত। রাসূল (সা.) বলেছেন: ‘শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয় ও উত্তম দুর্বল মুমিনের চেয়ে।’ খেলাধুলা ইসলামী জীবনবোধের সঙ্গে অসামঞ্জস্য নয়, বরং সঠিক দিকনির্দেশনা ও উদ্দেশ্যে পরিচালিত হলে তা তরুণদের গঠনমূলক কাজে আগ্রহী করে তোলে।”

তারা আরও বলেন, “এই টুর্নামেন্ট কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয়—বরং শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে একটি প্রজন্মের মধ্যে ইসলামী আদর্শ, শৃঙ্খলা ও শারীরিক ফিটনেসের চেতনাকে জাগ্রত করার একটি সচেতন প্রয়াস।”

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর প্রিয় দলকে উৎসাহ দেওয়ার প্রতিযোগিতা। টুর্নামেন্টটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় খেলোয়াড়, দর্শক ও আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।