
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ (২৭ আগস্ট)। ১৯৭৬ সালের এ দিনে তিনি ঢাকার পিজি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত নজরুল ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল জীবনে তিনি বাংলা সাহিত্য ও সংগীতে অমূল্য অবদান রেখে গেছেন। তাঁর কবিতা ও গান যুগে যুগে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জুগিয়েছে।
১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। শৈশব থেকেই কঠিন দারিদ্র্যের মধ্যে বড় হয়ে ওঠেন নজরুল।
নজরুল রচনা করেছেন অগ্নিবীণা, সঞ্চিতা, দোলনচাঁপা, বিষের বাঁশি, প্রলয় শিখা, চক্রবাক, সাম্যবাদী, মৃত্যুক্ষুধা, কুহেলিকা প্রভৃতি গ্রন্থ। এ ছাড়া প্রায় ৩ হাজার গান রচনা করেছেন, যা মানবতাবাদ ও সাম্যের পক্ষে শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছিল।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও চট্টগ্রাম কেন্দ্রও দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।
আপনার মতামত লিখুন :