মুক্তির মায়ায় হারানো আমি


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
মুক্তির মায়ায় হারানো আমি

লিখছেন : নিরব

 

আমার এই মায়ায় তাকে পারলাম না বাঁধিতে,

বারবার দুঃখের মোহনায় মনটাকে কাঁদিয়েছি।

ছোট থেকে বহুবার পাড়ি দিয়েছি দুঃখের সীমানা,

তুমিও তো চাও মুক্ত আকাশে উড়ার পাখির ডানা।

 

যেতে দিয়েছি বহুদূর তাকিয়ে মুক্ত আকাশ পানে,

আমিও চাই দুঃখের কলহলে কেটে যাক আমার সময়।

তোমার মুক্তির স্বাধীনতায় তুমি হারিয়েছো আমায়,

চাইলেও ভুলতে পারি না তোমার স্মৃতিপাতার সময়।