সুন্দর আগামীর প্রত্যাশায় দৈনিক দেশ জনতা বিডি—এই প্রত্যয় নিয়েই ২০২৪ সালের ৫ অক্টোবর যাত্রা শুরু করে আমাদের প্রিয় গণমাধ্যমটি। প্রথমে সীমিত পরিসরে শুরু হলেও, শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল বৃহৎ—একটি তথ্যনির্ভর, সত্যভিত্তিক ও জনবান্ধব সাংবাদিকতা গড়ে তোলা।
২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ‘দৈনিক দেশ জনতা বিডি’ পূর্ণাঙ্গ দৈনিক হিসেবে নিয়মিত প্রকাশনা শুরু করে। এই তারিখটি আমাদের জন্য শুধুই সময়ের গণ্ডিতে বাঁধা নয়, বরং এটি আমাদের একটি বড় অর্জনের স্মারক। সেই দিন থেকে আমরা প্রতিদিন পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি খবর, মতামত ও বিশ্লেষণ—যা সমাজ, রাষ্ট্র ও মানুষের চেতনাকে আলোকিত করে।
‘দৈনিক দেশ জনতা বিডি’ বিশ্বাস করে, সাংবাদিকতা কেবল পেশা নয়—এটি একটি দায়িত্ব, একটি দায়বদ্ধতা। আমাদের কলম চলে মানুষের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে।
আমাদের এই পথচলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাঠক, লেখক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী সবাই। আপনাদের অকুণ্ঠ ভালোবাসা ও আস্থাই আমাদের প্রেরণা, আমাদের শক্তি।
আমরা চাই ‘দৈনিক দেশ জনতা বিডি’ হয়ে উঠুক সেই প্ল্যাটফর্ম—যেখান থেকে প্রতিধ্বনিত হবে সাধারণ মানুষের চিন্তা, ভাষা ও স্বপ্ন।
সুন্দর আগামীর প্রত্যাশায়, সত্যের আলোয় পথচলা—দৈনিক দেশ জনতা বিডি।
আপনার মতামত লিখুন :