শ্যামনগরে মাদ্রাসা শিক্ষা উন্নয়নে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৬:১০ পূর্বাহ্ণ
শ্যামনগরে মাদ্রাসা শিক্ষা উন্নয়নে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেকী বিড়ালক্ষী কাদেরীয়া ফাজিল মাদ্রাসায় শ্যামনগর ও আশাশুনী উপজেলার প্রায় ৪০টি মাদ্রাসার শিক্ষকবৃন্দের অংশগ্রহণে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। নওয়াবেকী বিড়ালক্ষী কাদেরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া নুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওজায়েরুল ইসলাম, জয়নগর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ ইউ এম গোলাম বারী, অধ্যাপক আব্দুল হামিদসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব ও সম্ভাবনার উপর আলোকপাত করেন। তারা বলেন, নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মাদ্রাসা শিক্ষা অনন্য ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে আরবি ভাষায় শিক্ষার্থীদের আরও দক্ষ ও পারদর্শী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আরবি ভাষা শিক্ষা সম্প্রসারণ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মিয়া নুরুল হক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, ইসলামী সভ্যতা ও জ্ঞানচর্চায় মাদ্রাসাগুলোর অবদান বিশ্বসভায় স্বীকৃত। তিনি মাদ্রাসা শিক্ষকদের আন্তরিকতা ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন এবং শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সর্বদা সহযোগিতা করে যাবে বলে আশ্বাস দেন।

সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা মাদ্রাসা শিক্ষার অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।