
এবিএম কাইয়ুম রাজ, নিজস্ব প্রতিবেদক :
গুমানতলী কামিল মাদ্রাসায় সোমবার (১৫ সেপ্টেম্বর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির ছক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এস এম জিয়াউল হক পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা উজায়ের ইসলাম, বুড়িগোয়ালিনী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল অহাব ফারুকী আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নতুন শিক্ষাবর্ষের পাঠসূচি ঘোষণা করা হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের জীবনে অধ্যবসায়, শৃঙ্খলা ও ইসলামী আদর্শের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ই আলোকিত সমাজ গঠনে সহায়ক হবে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা মো. খায়রুল বাসার। তিনি দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার্থীদের মঙ্গল এবং মাদ্রাসার অগ্রগতি কামনা করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিভাবকরা এ আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে মাদ্রাসার ভূমিকার প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন :