শ্যামনগরে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ৮:২৫ পূর্বাহ্ণ
শ্যামনগরে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার উদ্যোগে সাতক্ষীরা-৪ আসনে মনোনীত এমপি প্রার্থী এসএম মোস্তফা আল মামুন মনির (হাজী মনির)-এর নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল হলেও অপশক্তির বিরুদ্ধে আপসহীন। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় ৮ দলীয় লিয়াজোঁ কমিটি সাতক্ষীরা-৪ আসনে হাতপাখা প্রতীকের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেবে। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সকল দলের জন্য সমান সুযোগ-সুবিধা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার আহ্বান জানান, যাতে একটি প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি প্রার্থী এসএম মোস্তফা আল মামুন মনির। তিনি বলেন, শ্যামনগরের জনগণকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দীর্ঘ পথচলা পাড়ি দিয়ে শ্যামনগর উপজেলাকে একটি শিক্ষা বান্ধব, নিরাপদ, উন্নয়নমুখী ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করতে চান। তিনি আশ্বাস দেন, শত টাকার বাজেট হলে শত টাকার কাজই হবে। কোনো ধরনের হিন্দু-মুসলমান বিভেদ থাকবে না, সবাই পরিচিত হবে বাঙালি বাংলাদেশী হিসেবে।

তিনি আরও বলেন, শ্যামনগরে চাঁদাবাজি, লুটতরাজ, হাইজ্যাক, খুন, গুম ও ধর্ষণের কোনো স্থান থাকবে না। শ্যামনগরকে একটি শান্তিপূর্ণ ও বাণিজ্যিক নগরে রূপান্তরের মাধ্যমে ক্ষুধামুক্ত, বেকারত্বমুক্ত ও সমৃদ্ধশালী জনপদ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। আগামীর পার্লামেন্টে ইসলামী শক্তি বিজয়ী হলে জনগণের মতামতের ভিত্তিতে শ্যামনগরের সব সমস্যা চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করার অঙ্গীকার করেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-তারাজা বিজনেস সলিউশন লিমিটেড ঢাকার এমডি মাওলানা শামসুল আলম। এর আগে ইসলামী আন্দোলনসহ আন্দোলনরত ৮ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম হাতপাখা প্রতীকের গণসমাবেশে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে সতর্ক ও সাহসী ভূমিকা রেখে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানান।

শেষে বাংলাদেশ দ্বীনি সংগঠন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি (সদর) মুহাদ্দিস খায়রুল বাসার-এর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।