শ্যামনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সম্মিলিত দোয়া–মোনাজাতক এক মঞ্চে বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন–জাতীয় পার্টি


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ২:১০ অপরাহ্ণ
শ্যামনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সম্মিলিত দোয়া–মোনাজাতক এক মঞ্চে বিএনপি–জামায়াত–ইসলামী আন্দোলন–জাতীয় পার্টি

এবিএম কাইয়ুম রাজ,নিজস্ব প্রতিবেদক :

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে বিরল এক সম্মিলিত দোয়া–মোনাজাত। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একই মঞ্চে অংশ নিয়ে রাজনৈতিক সম্প্রীতির এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন।

 

বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাতক্ষীরা–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের উদ্যোগে ও উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্থানীয় আলেম–ওলামারা উপস্থিত ছিলেন। দোয়ায় অংশ নেন বিএনপির প্রার্থী ড. মো. মনিরুজ্জামান, জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুন (হাজী মনির), জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

 

জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলাম বলেন, “আমরা রাজনৈতিকভাবে ভিন্নমতের হলেও মানবিকতার প্রশ্নে সবাই এক। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একত্র হওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।”

 

ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা আল মামুন (হাজী মনির) বলেন, “অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের শিক্ষা। আমরা রাজনৈতিক সীমারেখা পেরিয়ে মানবিকতার টানে এখানে এসেছি।”

 

বিএনপির প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেন, “দেশনেত্রীর রোগমুক্তি আজ জাতির মানবিক ইস্যু। বিভিন্ন দলের নেতাদের এই সম্মিলিত উপস্থিতি রাজনৈতিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ বার্তা দেয়।”

 

দোয়া পরিচালনা করেন শ্যামনগর উপজেলা জামে মসজিদের ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক। এ সময় স্থানীয় ওলামা–মাশায়েখরা উপস্থিত ছিলেন।

 

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তাপের মধ্যেও ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এমন সম্মিলিত অংশগ্রহণ এলাকায় ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই ড. মনিরুজ্জামানের এই মানবিক উদ্যোগকে ‘বিভেদের বিরুদ্ধে ঐক্যের বার্তা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

 

স্থানীয় প্রবীণ হারুন অর রশিদ বলেন, “উত্তেজনার সময়েও এতো দলের নেতাকে এক মঞ্চে দাঁড় করানো সত্যিই অনন্য উদ্যোগ।”

শ্যামনগর সরকারি মহাসিন কলেজের এক শিক্ষক বলেন, “তিনি শুধু রাজনৈতিক প্রার্থী নন, মানবিক মূল্যবোধসম্পন্ন একজন ব্যক্তি।”

স্থানীয় তরুণ মেহেদী হাসান বলেন, “তিনি শান্তিপূর্ণ রাজনীতির পক্ষে। দোয়া মাহফিলের মাধ্যমে তা আবারও প্রমাণ হয়েছে।”

 

এ সম্মিলিত দোয়া–মোনাজাতকে শ্যামনগরের রাজনৈতিক অঙ্গনে নতুন সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।