শ্যামনগরে কৃষকের অধিকার ও নারী-শিশু সহিংসতা রোধে গণসমাবেশ


প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ
শ্যামনগরে কৃষকের অধিকার ও নারী-শিশু সহিংসতা রোধে গণসমাবেশ

আব্দুস সালাম, নিজস্ব প্রতিবেদক:

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর-মুন্সিগঞ্জ এলাকার বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এর বাস্তবায়নে, ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জ-এর অর্থায়নে চলমান স্ববল প্রকল্পের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যবৃন্দ।

 

সমাবেশে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, ইমাম-পুরোহিত, কিশোর-কিশোরী, জেলা ও উপজেলা এফএসএফসিএসও নেতৃবৃন্দ এবং এলএফও সদস্যরা অংশ নেন।

 

বেডস-এর পক্ষ থেকে এম অ্যান্ড ই অফিসার খান মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্ববল প্রকল্পের মাঠ সমন্বয়ক মোঃ মুরতাজুল ইসলাম।