
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ এবং তাদের শ্রেণিকক্ষে ফেরানোর দাবিতেও এ কর্মসূচি পালিত হয়।
আজ সকালে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীদের আয়োজনে নওয়াবেঁকী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার বর্তমান ও সাবেক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফেজ হাবিবুল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন আলিম শ্রেণির শিক্ষার্থী মো. আজহারুল ইসলাম, সাবেক শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম হাসান ও সবুজ হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের আন্দোলনের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। তারা সরকারের প্রতি আহ্বান জানান— শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার জন্য। বক্তারা আরও বলেন, শিক্ষকরা শ্রেণিকক্ষে থাকার কথা থাকলেও ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন। সরকারের প্রতি তাদের আহ্বান, শিক্ষকদের বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন দ্রুত জারি করা এবং ঢাকায় হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা।
আপনার মতামত লিখুন :