
এবিএম কাইয়ুম রাজ, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াঁবেকিতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আটুলিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাবেক যুবনেতা আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান। বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম এবং জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক এলাহী মুন্না।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় দেশবাসী তার দ্রুত আরোগ্য কামনা করছে। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া এবং আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়লের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা জি.এম নাসির উদ্দিন ও গাজী আব্দুর রব বাপ্পি। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সাবেক সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক, তাঁতি দলের আহ্বায়ক আব্দুল হালিম, কৃষক দলের আহ্বায়ক গাজী নুরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আপনার মতামত লিখুন :