
হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এছাড়া বাৎসরিক পিকনিক আয়োজন, নতুন সহযোগী সদস্য মনোনয়ন, সাংগঠনিক বিষয়াদি এবং আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি আব্দুল আহাদকে নতুন সহযোগী সদস্য হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আপনার মতামত লিখুন :