হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:
শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখণ কেন্দ্র থেকে ১৭ জুলাই বৃহস্পতিবার ৭টি ইউনিয়নের ১৮টি গ্রামের ৭৬ জন কৃষকের মাঝে স্থানীয় জাতের আমন ধানের ২২৫ কেজি বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত জাতগুলো হলো চিনিকানি, পাটনাই, তালমুগুর, স্বর্ণমাশুরী, চারুলতা, কুটেপাটনাই ও দারশাইল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক গোবিন্দ মন্ডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, শাপলা কৃষি নারী সংগঠনের সভানেত্রী অল্পনা মিস্ত্রি, সবুজ সংহতির সদস্য সুকন্ঠ আওলিয়া ও বারসিক কর্মকর্তা মফিজুর রহমান, বিশ্বজিৎ মন্ডল, মারুফ হোসেন (মিলন), বর্ষা গাইন এবং যুব সংগঠক ওসমান গনি সোহাগ।
প্রধান অতিথি নাজমুল হুদা বলেন, বিলুপ্তপ্রায় স্থানীয় ধান জাতগুলো সংরক্ষণে বারসিকের উদ্যোগ প্রশংসনীয়, কৃষি অফিস তাদের পাশে থাকবে। রামকৃষ্ণ জোয়ারদার জানান, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ও লবণাক্ততার কারণে উপযোগী জাত চাষ জরুরি। কৃষক গনেশ মন্ডল জানান, স্থানীয় ধানে খরচ কম ও সহনশীলতা বেশি। সভাপতি গোবিন্দ মন্ডল বলেন, জাত বাছাই করে কৃষকের হাত ধরে গ্রামে গ্রামে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :