ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৫, ১:১২ অপরাহ্ণ
ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে ৩৬শে জুলাই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে স্থানীয় চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলের নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। এতে অংশ নেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, অধ্যক্ষ মাওলানা অহীদুজ্জামান, চেয়ারম্যান হাজী নজরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান এই দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ দিনে তৌহিদি জনতা রাস্তায় নেমে এসে জুলুম, নিপীড়ন ও একদলীয় ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা ছিল জাতির চেতনাবোধের জাগরণ।

তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরতান্ত্রিক সরকারের অধীনে দেশব্যাপী মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার হরণ, ইসলামী মূল্যবোধে আঘাত এবং বিরোধী মতের দমন-পীড়ন চরম আকার ধারণ করেছিল। সেই পটভূমিতে দেশের সচেতন জনগণ রাজপথে আন্দোলন করে। অসংখ্য শহীদ ভাইদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ।

বক্তারা আরও বলেন, জনগণের জাগরণ, আন্দোলন ও দৃঢ় প্রত্যয়ই একদিন এই দেশে গণতন্ত্র, ইনসাফ ও ইসলামী রাষ্ট্রব্যবস্থার সুবাতাস বইয়ে দেবে।

সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে গণমিছিল ও সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।