শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘৩৬ জুলাই (৫ আগস্ট)’ উদযাপন


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘৩৬ জুলাই (৫ আগস্ট)’ উদযাপন

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ‘৩৬ জুলাই (৫ আগস্ট)’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতেই ঐতিহাসিক ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে’ আত্মত্যাগকারী বীর ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা স্মৃতিচারণের পাশাপাশি ‘জুলাই-আগস্ট’ চেতনাকে লালন করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মোছাঃ রনী খাতুন বলেন, “বৈষম্যমুক্ত সমাজ গঠনে সকলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের মাধ্যমেই ভবিষ্যতে আর কোনো অভ্যুত্থানের প্রয়োজন না পড়ে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির, ডাঃ জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা ডাঃ জিয়াদ আলী, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবীর, জামায়াত আমির মাওলানা আব্দুর রহমান, গোলাম মোস্তফা, শিক্ষক আব্দুস সাত্তার, মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ‘৩৬ জুলাই (৫ আগস্ট)’ এর তাৎপর্য তুলে ধরে ঐক্য, সচেতনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।