শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চাকারীদের অভিজ্ঞতা বিনিময় সফর


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চাকারীদের অভিজ্ঞতা বিনিময় সফর

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর উদ্যোগে (৩০ জুলাই) বুধবার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চাকারীদের নিয়ে আন্তঃ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, রমজাননগর, ইশ্বরীপুর ও সদর ইউনিয়নের ২৪ জন উদ্যোক্তা মুন্সিগঞ্জ ও সদর ইউনিয়নের কয়েকটি শিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তারা টাওয়ার, স্যালাইন, কলস, বস্তা ও ক্যারেটে সবজি চাষসহ নানা অভিযোজন পদ্ধতি প্রত্যক্ষ করেন।

কৃষানী মলিনা রানী বলেন, “দেখে শেখা সবসময় কার্যকর। আজকের সফরে অনেক নতুন ধারণা পেয়েছি।” অন্য অংশগ্রহণকারীরা জানান, “দুর্যোগপ্রবণ এলাকায় টিকে থাকতে এসব কৌশল প্রয়োজন। অভিজ্ঞতা বিনিময় আমাদের উদ্যোগে গতি আনছে।”

বারসিক জানায়, শ্যামনগরের ৬টি ইউনিয়নে ২৫টি শিক্ষণ কেন্দ্র গঠনের পরিকল্পনা রয়েছে, যার ১৯টি ইতিমধ্যে চালু হয়েছে। এসব কেন্দ্র ব্যক্তি ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখছে।