শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ইসমাইল গাজী ও তার পরিবার মাঠের একটি বড় অংশ দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

 

আইলার পর তৎকালীন চেয়ারম্যান মানবিক বিবেচনায় ইসমাইল গাজীকে মাঠের একপ্রান্তে ২০ ফুট জায়গা বসবাসের জন্য বরাদ্দ দিয়েছিলেন। তবে সময়ের সাথে তা বেড়ে প্রায় ৬০ ফুটে দাঁড়িয়েছে। ফলে মাঠ সংকুচিত হয়ে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে।

 

বিদ্যালয় শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, দুইবার সরকারি বরাদ্দ পাওয়া সত্ত্বেও অবৈধ স্থাপনার কারণে মাঠের উন্নয়নকাজ সম্ভব হয়নি। সম্প্রতি নতুন ঘর নির্মাণ শুরু করলে এলাকাবাসীর প্রতিবাদে ইসমাইল গাজীর পরিবার হুমকি ও গালিগালাজ করে।

 

অভিযোগ রয়েছে, ইসমাইল গাজীর দুই ছেলে হারুন ও ফারুক ভাটা মৌসুমে লক্ষাধিক টাকা আয় করলেও অন্যত্র জমি কিনে বসবাসের উদ্যোগ নেয়নি। বরং একের পর এক ঘর নির্মাণ করছে। তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যার হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়াল হাতে নাটক সাজানোর অভিযোগও উঠেছে।

 

এলাকাবাসীর দাবি, ইসমাইল গাজীর পিতার নামে পূর্ব থেকেই ২১ শতক জমি রয়েছে, যেখানে বসবাসের সুযোগ আছে। সেখানে স্থানান্তর করে বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

 

শিশুদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।