মোমিনুর রহমান, শ্যামনগর, প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর শাখার উদ্যোগে সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকি বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ শিবিরের আয়োজন করা হয়। সকাল ৯টায় মহিলাদের এবং বিকাল ৩টায় পুরুষদের জন্য পৃথকভাবে শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি। উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন উপজেলা নায়েবে আমির মাওলানা গোলাম বারি। পরে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বিষয়ভিত্তিক আলোচনা করেন।
প্রধান অতিথি বলেন, দ্বীন কায়েমের মাধ্যমে বায়াতের দায়িত্ব পালনে সহজতা আসে। রুকন একটি ডায়নামিক ফোর্স, যা মুমিনের আত্মিক পূর্ণতার পথে প্রথম ধাপ। তিনি সূরা তাওবা’র ২৪ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহ ও তাঁর রাসূলের জিহাদের চেয়ে দুনিয়ার সম্পদ, ব্যবসা ও পরিবার বেশি প্রিয় হলে শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, আদর্শ পরিবার গঠনে ইসলাম অপরিহার্য। উপার্জনে হালাল-হারামের হিসাব রাখতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবেশীর খোঁজ নেওয়া এবং শহীদদের আদর্শে অবিচল থাকা প্রত্যেক কর্মীর দায়িত্ব।
শিবিরে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদের সদস্য ও সাবেক উপজেলা আমির অধ্যাপক আব্দুল জলিল। তিনি সদস্যদের আধ্যাত্মিক উন্নয়ন, দায়িত্ববোধ এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শিবিরের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :