হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক :
ফ্যাসিবাদের পতন ও ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর সরকারি মহসিন কলেজ শাখার উদ্যোগে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা সাহিত্য সম্পাদক জাহিদ হাসান। এছাড়া পৌরসভা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, পশ্চিম শাখার সভাপতি হাফেজ আমিনুর রহমান ও পূর্ব শাখার সভাপতি রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, “আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৫ বছর জাতির উপর চেপে বসা ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছিল। আজ এক বছর পূর্ণ হয়েছে সেই অবসানের।”
তারা বলেন, “আমরা আজও দেখতে পাচ্ছি, আমাদের প্রায় দুই হাজার ভাই ও বোন শহীদ হয়েছেন, হাজারো ভাই পঙ্গুত্ব বরণ করেছেন—তাদের রক্তে ভেজা ইতিহাস আজও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে খুনিদের বিচারের দাবিতে।”
বক্তারা আরও বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। বিগত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আমরা শিক্ষা সংস্কার কমিশন গঠন করে যুব উপযোগী শিক্ষা বাস্তবায়নের দাবি জানাই।”
আয়োজন শেষে সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণকারী ছাত্রদের ধন্যবাদ জানান এবং বলেন, “যারা পড়ার টেবিলে থাকার কথা, তারাই দেশের সংকটকালে রাজপথে নামার গৌরবময় ঐতিহ্য বহন করে চলেছে।”
র্যালিতে বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :