বিশ্ববাজারে দাম কমলো সোনার


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৫, ৭:১০ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে দাম কমলো সোনার

দীর্ঘ ১০ দিনের উচ্চমূল্যের পর অবশেষে দুবাইয়ের সোনার বাজারে দেখা মিলেছে মূল্য হ্রাসের। ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে কমেছে ৩.২৫ দিরহাম, যা বর্তমানে দাঁড়িয়েছে ৩৬৬.৭৫ দিরহাম। বুধবার (৯ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

 

 

 

সর্বশেষ এই দাম দেখা গিয়েছিল গত ৩০ জুন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সোনার দাম ৩৭০ দিরহামের ওপরে থাকায় সাধারণ ক্রেতাদের মধ্যে চাহিদা অনেকটাই কমে গিয়েছিল। দাম কমায় আবারও বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে।

 

 

বর্তমান মূল্য ৩০ দিনের সর্বনিম্ন মূল্য ৩৬৫.৫০ দিরহামের তুলনায় মাত্র ১.২৫ দিরহাম বেশি। ওই সময়টাতেই সোনার অলঙ্কারে ব্যাপক চাহিদা লক্ষ্য করা গিয়েছিল।

 

একজন স্থানীয় সোনার ব্যবসায়ী বলেন, “ক্রেতারা সাধারণত এমন মূল্য চান যা ৩৬০ দিরহামের আশেপাশে থাকে। দাম বেশি হলে তারা পিছিয়ে যান। ৩৭০ দিরহামের ওপরে গেলে এটা অনেকের জন্য মানসিক সীমা হয়ে দাঁড়ায়।” তিনি আরও জানান, “আমরা মূল্য লক-ইন সুবিধা, মেকিং চার্জে ছাড় ও হীরা অলঙ্কারে বড় ডিসকাউন্ট দিচ্ছি, যাতে ক্রেতারা আগ্রহ পান।”

 

 

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক বাজার পরিস্থিতি, ডলারের বিনিময় হার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিনির্ধারণের ওপর আগামী দিনের সোনার দাম নির্ভর করছে। তবে মূল্য আরও কমবে কি না, বা ৩৬০ দিরহামে নামবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

 

সোনার দামের এই পরিবর্তন ভোক্তাদের মধ্যে নতুন করে আশা জাগালেও বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন বিশ্লেষকরা।