রাশিদুল ইসলাম, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা :
শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টায় এক যুবককে আটক করা হয়েছে । গত ২৩ এপ্রিল বুধবার বেলা ১টার দিকে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সরেজমিন গিয়ে জানা যায়, অত্র বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর সাথে সাতক্ষীরা আলিপুর ঢালীপাড়া এলাকার মোঃ আনারুল ইসলামের পুত্র আশিক হোসেন (২২) কয়েকদিন আগে থেকে টিকটক ও মেসেঞ্জারের মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং নানাভাবে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করে বলে ভুক্তভোগী শিক্ষার্থী জানায়। একপর্যায়ে গতকাল বিদ্যালয় চলাকালীন সময়ে ৯ম শ্রেণীর ঐ শিক্ষার্থীকে নিয়ে পালানোর সময় বিদ্যালয়ের প্রধান গেট থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ আটক করে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক ঐ শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে বিবাহ করবে বলে স্বীকার করে। এমতাবস্থায় তাৎক্ষণিক বিদ্যালয় কর্তৃপক্ষ শ্যামনগর থানাকে বিষয়টি অবহিত করেন এবং ৯ম শ্রেণীর ঐ শিক্ষার্থীর অভিভাবকে জানান। সাথে সাথে শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ে আসেন বলে জানা গেছে। এসময় মোঃ আশিকের কাছে বিস্তারিত জানতে চাইলে সে জানায় এর আগেও তার দুইটি বিয়ে আছে, অল্প কয়েকদিন আগে থেকে টিকটক ও মেসেঞ্জারের মাধ্যমে উক্ত শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে সে। সে আরও জানায় গতকাল বিদ্যালয় থেকে ঐ শিক্ষার্থী কে নিয়ে বিবাহ করার কথা ছিল তার। অন্যদিকে বিষয়টি বিদ্যালয় সহ অত্র এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়। এছাড়া শ্যামনগর থানা পুলিশের এস আই অভিক সহ পুলিশ সদস্যরা বিদ্যালয়ে পৌঁছানোর পর বিদ্যালয় কর্তৃপক্ষ ঐ শিক্ষার্থীকে তার অভিভাবকের নিকট এবং আটককৃত যুবক আশিককে পুলিশের হাতে হস্তান্তর করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীর পরিবারের পক্ষথেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :