রায়হান সোহাগ, আটুলিয়া প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ ছোট কুপট দোতলা জামে মসজিদে ফিলিস্তিনের গাজাসহ বিশ্বের বিভিন্ন স্থানে মৃত্যুবরণকারী সকল মুসলমানের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বাশার। কুরআন ও হাদিসের আলোকে মূল আলোচনায় অংশ নেন কে. এ. আদর্শ দাখিল মাদ্রাসার সহ-সুপার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আটুলিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা মাহবুবুর রহমান।
মাহফিলে আরও আলোচনা করেন হাফেজ আবদুল্লাহ জাহিদ, মহতামিম, মধ্যম ছোট কুপট দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা; মাওলানা আতিকুল্লাহ, আরবি প্রভাষক, পাতাখালি ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
বক্তারা তাদের আলোচনায় বলেন, “ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, একে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব।” তারা আরও বলেন, “বিশ্বের সব নির্যাতিত মুসলমানদের জন্য এবং মৃত্যুবরণকারী সকল ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় আমাদের নৈতিকভাবে সোচ্চার থাকা উচিত।”
দোয়া ও মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ফিলিস্তিনসহ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং সকল মৃত ব্যক্তির জন্য রুহের মাগফিরাত কামনা করা হয়।
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে মাহফিলটি এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :