আটুলিয়ায় ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৫, ৩:৩৮ পূর্বাহ্ণ
আটুলিয়ায় ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রায়হান সোহাগ, আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি::

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল ) বাদ মাগরিব ছোট কুপট দোতলা জামে মসজিদে এ আয়োজন সম্পন্ন হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াবেকি বিড়ালক্ষী কাদেরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা ওহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বর্তমান শ্যামনগর উপজেলা সহকারী সেক্রেটারি প্রভাষক মাওলানা আব্দুল হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক খুলনা মহানগর দায়িত্বশীল প্রভাষক মাওলানা সাইফুল্লাহ আল মাসুদ এবং আটুলিয়া ইউনিয়ন জামায়াতের বর্তমান আমীর মাওলানা মাহবুবুর রহমান। এছাড়াও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।

বক্তারা পবিত্র কুরআনের আলোকে বলেন,

“আল্লাহ তোমাদের জন্য দীন বিধিবদ্ধ করেছেন, যেমনটি নূহকে নির্দেশ দিয়েছিলেন এবং যা তোমার প্রতি ওহি পাঠানো হয়েছে, আর ইব্রাহিম, মূসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলেন, তা হলো: ‘তোমরা দীন প্রতিষ্ঠা কর এবং এতে বিভক্ত হয়ো না।’” – (সূরা শূরা, আয়াত ১৩)

তারা আরও বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে নারী-পুরুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা কায়েম করাই হবে এ কর্মী সমাবেশের মূল সার্থকতা।

সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ দ্বীনের প্রতি অবিচল থাকার এবং ইসলামী আন্দোলনের আদর্শকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।