সুন্দরবনের ব্লু কার্বন সুরক্ষায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৩:৫৬ পূর্বাহ্ণ
সুন্দরবনের ব্লু কার্বন সুরক্ষায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিনিধি ॥

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের টেকসই মৎস্যসম্পদ ও ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউল্যাব ও মেরিডিয়ান ইনস্টিটিউটের সহযোগিতায় সোমবার দুপুর ১২টা থেকে শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। সভায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সর্বশেষ প্রাকৃতিক রক্ষাকবচ সুন্দরবনকে সুরক্ষিত রাখার কোনো বিকল্প নেই। সুন্দরবন রক্ষায় বননির্ভরতা কমিয়ে আনা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল বিপুল জনগোষ্ঠীকে বিকল্প পেশায় সম্পৃক্ত করার পাশাপাশি বিষ প্রয়োগ করে মাছ ও কাঁকড়া শিকারসহ বন্যপ্রাণী নিধন বন্ধ করতে হবে। একই সঙ্গে সুন্দরবনসংলগ্ন এলাকায় বনায়ন জোরদারসহ বহুমুখী পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সুন্দরবনের প্রাণীকুল রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং বন ধ্বংসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়টিও সভায় গুরুত্ব পায়।

প্রকল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবিএম জাকারিয়া জানান, বাংলাদেশ ও ভারতের সুন্দরবন সুরক্ষায় তাদের প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সুন্দরবনসংলগ্ন জনপদগুলোতে কাজ শুরু করা হয়েছে।

প্রকল্পের টিম প্রধান কাজল রেখা খাতুনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন সফিক, প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার, গাজী আল ইমরানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।