গাবুরায় শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, থানায় মামলা


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৫:৪২ পূর্বাহ্ণ
গাবুরায় শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, থানায় মামলা

শ্যামনগর (সাতক্ষীরা)

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ছয় বছর বয়সী এক শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. গোলাম রব্বানী (৫৫), পিতা—মৃত মফজেল গাজীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে খাবারের প্রলোভন দেখানো হয়। পাশাপাশি তার নানি অসুস্থ বা নানি অভিযুক্তের বাড়িতে আছেন—এমন কথা বলে শিশুটিকে নিজের বাসভবনে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ আনা হয়।
ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করা হচ্ছে।
শ্যামনগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।