
রবিউল ইসলাম, কাশিমাড়ি (শ্যামনগর) প্রতিনিধি:
কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাল্টি-স্টেকহোল্ডার’স প্ল্যাটফর্ম (এমএসপি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষক, যুব প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
সভায় কাশিমাড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা জোরদার করা, জনসেবার মান উন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়।
এছাড়া মা ও শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়গুলো বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। গ্রাম থেকে শহর—সর্বত্র শিক্ষা বিস্তার, ডিজিটাল সেবা সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অবকাঠামোগত উন্নয়নের ইতিবাচক প্রভাব দৃশ্যমান। এই অগ্রগতিকে টেকসই করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ প্রকাশ করে বলেন, জনগণ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় কাশিমাড়ী ইউনিয়ন একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়নে পরিণত হবে—ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :