শ্যামনগরে বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গণ-মিছিল ও পথসভা


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
শ্যামনগরে বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গণ-মিছিল ও পথসভা

এবিএম কাইয়ুম রাজ, নিজস্ব প্রতিবেদক :

 

সাতক্ষীরার শ্যামনগরে ধানের শীষের প্রার্থী ও বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শ্যামনগর উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে গণ-মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জে.সি কমপ্লেক্সের সামনে পথসভায় মিলিত হয়।

 

পথসভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি.এম. লিয়াকত আলী। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও নুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্না।

 

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডি.এম. আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, এডভোকেট ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামছুদ্দোহা টুটুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নানা পর্যায়ের নেতাকর্মীরা।

 

গণ-মিছিল ও পথসভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।