
ফয়সাল আহাম্মেদ, বুড়িগোয়ালিনী,শ্যামনগর:
সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন ,ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ,নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
তারই ধারাবাহিকতায় ১৯ নভেম্বর ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে ১ দিনব্যাপী মিডিয়া ওয়ার্কশ আয়োজন করা হয়।
মিডিয়া ওয়ার্কশপ উপস্থিত ছিলেন ,টিভি সাংবাদিক আমিনা বিলকিস ময়না- সিনিয়র ডিস্ট্রিক্ট রিপোর্টার চ্যানেল 24। শরিফুল্লাহ কায়সার সুমন- সিনিয়র করেসপন্ডেন্ট দেশ টিভি, বিডি নিউজ। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের, সেক্রেটারি মোস্তফা কামাল।
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন এবং ৩ জন প্রতিনিধি আব্দুর রশিদ, জিএম নজরুল, মাহফুজুর রহমান তালেব, মোহাম্মদ আল আমিন গাজী।
ও উপকূলীয় প্রেসক্লাবের দুইজন প্রতিনিধি, সাধারণ সম্পাদক,মোঃ আল হুদা।ও সাংগঠনিক সম্পাদক, মোঃ ফয়সাল আহম্মেদ।
। সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অরডিনেটর স্টিভ রয় রূপন, স্টেপ অ্যান্ড বিল্ড ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার, সি পি আর পি প্রকল্পের এরিয়া ম্যানেজার শৈলেন ফলিয়া, সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে পরিচালনার মাধ্যমে শেষ হয়।
আপনার মতামত লিখুন :