হাসিনার ফাঁসির রায়ে আল্লাহর ন্যায়ের বিজয় হয়েছে: এটিএম আজহারুল


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৫:৩৭ পূর্বাহ্ণ
হাসিনার ফাঁসির রায়ে আল্লাহর ন্যায়ের বিজয় হয়েছে: এটিএম আজহারুল

নিজস্ব প্রতিবেদকঃ

 

তারাগঞ্জে আয়োজিত পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও আশপাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পথসভায় প্রধান বক্তা এটিএম আজহারুল ইসলাম তার রাজনৈতিক জীবন ও অতীতের ঘটনাপ্রবাহ তুলে ধরে বলেন, “বিনা অপরাধে আমাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা হয়েছিল। আজ আল্লাহর পক্ষ থেকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে—এজন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি।”

 

তিনি আরও বলেন, দেশের মানুষ যখন ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ায়, তখন কোনো শক্তিই তাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে না। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই তার রাজনৈতিক পথচলার প্রেরণা উল্লেখ করে তিনি বলেন, জনগণের এই আস্থা ও বিশ্বাস ভবিষ্যতেও তাকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে সাহস জোগাবে।

 

পথসভায় তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেনও বক্তব্য রাখেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ন্যায়বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে জামায়াত আগের তুলনায় আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করবে। তিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

 

পথসভা ঘিরে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।