
হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিনিধি ॥
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কলবাড়ী বরসা রিসোর্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম লিয়াকত আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম মনিরুজ্জামান। সভায় উপজেলা, পৌর, ইউনিয়নসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী ড. এম মনিরুজ্জামানকে বিজয়ী করতে সর্বস্তরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা বলেন, “মনিরুজ্জামান জিতলে দল জিতবে, তারেক রহমান জিতবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ জিতবে।”
সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঘরে ঘরে প্রচারণা চালানোর আহ্বান জানান। তারা বলেন, “প্রত্যেক নেতাকর্মীকে মনিরুজ্জামানের জন্য নয়, নিজের জন্য ভোট চাইতে হবে।”
বক্তারা আরও বলেন, তরুণ ও শিক্ষিত নেতা হিসেবে ড. মনিরুজ্জামান নির্বাচিত হলে উপকূলীয় জনপদ শ্যামনগরের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সৎ, যোগ্য ও দূরদর্শী নেতা হিসেবে তিনি উপকূলবাসীর আশার প্রতীক হয়ে উঠতে পারবেন।
সভায় উপস্থিত ছিলেন— কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোলায়মান কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রাক্তন চেয়ারম্যান গোলাম আলমগীর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক প্রাক্তন চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জহরুল হক আপ্পু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ঢালী, ঈশ্বরীপুর ইউপির প্রাক্তন চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, মুন্সিগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, নুরজাহান পারভীন ঝর্না, আব্দুর রশিদ ঢালী, শামছুদ্দোহা টুটুল, হাবিবুর রহমান হাবিব, আব্দুর রশিদ, আবুল খায়ের মল্লিক, আব্দুল গফুর সর্দার, এডভোকেট ইব্রাহিম খলিল, আবেদ আলী, আব্দুস সবুর, আব্দুর রাজ্জাক, মাসুদুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান বাবু, আসাদুজ্জামান মিঠু, আব্দুর রব বাপ্পি, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, আজু মোল্যা, শফিকুল ইসলাম দুলু, মজনু এলাহী, মনিরুজ্জামান সোহাগ, রফিকুল ইসলাম রফিক, সিরাজুল ইসলাম, শাহিনা বেগম, নাসরিন খাতুন সুমী, ফাতিমা নাসরিন পলি, ডা. আব্দুল হালিম, রেজাউল ইসলাম, আরেফিন সিদ্দিকী, মেহেদী হাসান সানি প্রমুখ।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দলীয় নেতারা একবাক্যে ঘোষণা দেন— “ড. মনিরুজ্জামানের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ।”
আপনার মতামত লিখুন :