
ঢাকা প্রতিনিধিঃ
আজ ৮ নভেম্বর, শনিবার রাজধানীর কাঁটাবন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মেলন কক্ষে ঢাকাস্থ শ্যামনগর উন্নয়ন ফোরামের উদ্যোগে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকায় অবস্থানরত শ্যামনগরবাসীর পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এ অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাফ বারাকা কিন্নি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন। অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “শ্যামনগরবাসী সর্বদা ঐক্যবদ্ধ থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে আসছে। এই মিলনমেলা প্রমাণ করে আমরা ভৌগোলিকভাবে দূরে থাকলেও হৃদয়ে শ্যামনগরকে ধারণ করি।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমির মাওলানা আবদুর রহমান ও উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও মানবসেবায় একে অপরের পাশে থাকা প্রয়োজন। ঢাকায় বসবাসরত শ্যামনগরবাসীকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনার এই উদ্যোগকে সবাই প্রশংসা ও সমর্থন জানান।
অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত শ্যামনগরের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি অংশগ্রহণ করেন। মনোমুগ্ধকর পরিবেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রীতি সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :