
সম্প্রতি তুমুল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি ‘রিপন ভিডিও তার মা-বাবার ভরণপোষণ না দেওয়ার অভিযোগে দেশের একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হন। তবে নেত্রকোণা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের রিপন মিয়ার এলাকাবাসী এই অভিযোগের বিপরীতে ভিন্ন তথ্য তুলে ধরেছেন। ট্যুডে সি নিউজ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে এলাকাবাসী দাবি করেন, রিপন মিয়াকে অনেক আগেই তার মা-বাবা বাড়ি থেকে বের করে দেন এবং তিনি সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচিত। বর্তমানে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আয়ের টাকা দিয়ে জমি কিনে পাকা বাড়ি করছেন রিপন মিয়া। তার চাচাতো বোন পরিচয় দেওয়া এক নারীর ভাষ্যমতে, রিপন মিয়া কিছু দিতে চাইলেও তার মা-বাবা তা নিতে রাজি হন না এবং রিপনসহ তার তিন ভাই-ই বাড়িছাড়া। যদিও রিপন মিয়ার বাবা প্রথমে ভরণপোষণ না দেওয়ার দাবি করলেও, নতুন এক সাক্ষাৎকারে জানান যে তার তিন ছেলেই তাকে আর্থিক সহায়তা করেন এবং তিনি নিজেও আয় করেন। এলাকাবাসী রিপন মিয়াকে সৎ বললেও, টেলিভিশনে প্রকাশিত সংবাদে স্ত্রী-সন্তানকে অস্বীকার করার বিষয়টিকে তারা ‘উচিত হয়নি’ বলে মন্তব্য করেছেন।
আপনার মতামত লিখুন :